• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়েদের গায়ে হাত তুললে গর্জে উঠব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা মায়েদের গায়ে হাত তুলেছে, তাদের আবারও বলছি—তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন।’

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে জামায়াত আমির বলেন, ‘পরিষ্কার করে বলে দিতে চাই—আমাদের জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। যদি কেউ আবার হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা গালে হাত দিয়ে বসে থাকব না, আমরা গর্জে উঠব।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে দুইটি পথ খোলা আছে—একটি হলো পরিবর্তিত হয়ে মায়েদের সম্মান করা, আর তা না হলে পরবর্তী পরিস্থিতির সম্পূর্ণ দায় নিজেদের কাঁধে নিতে হবে।’

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, পুরুষদের মতো নারীরাও সমানভাবে অবদান রাখবেন। জামায়াত ক্ষমতায় এলে মায়েদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে বেবি কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে-কেয়ার সুবিধা থাকবে।

তিনি আরও বলেন, ‌‘আমরা বলেছিলাম—যেসব মা সন্তান লালন-পালন করছেন, তাঁদের জন্য পাঁচ ঘণ্টা কর্মঘণ্টার ব্যবস্থা করা হবে। এটা শুনে কেউ কেউ হইচই শুরু করেছে। তারা আমাদের কথা না বুঝেই সমালোচনা করছে। বাস্তবতা হলো, সন্তান লালন-পালনের কারণে অনেক মা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। কর্মঘণ্টা কমানো এবং বেবি কেয়ারের ব্যবস্থা থাকলে তাঁরা কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবেন।’

এতে যে কর্মঘণ্টার ঘাটতি তৈরি হবে, তার দায় রাষ্ট্রকে নিতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘মায়েরাই রাষ্ট্রের বুনিয়াদ। তাঁদের বাদ দিয়ে কোনো রাষ্ট্র কল্পনা করা যায় না। সন্তান লালন-পালনের পাশাপাশি আট ঘণ্টা কাজ করতে বাধ্য করা কি সুবিচার? আমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা