• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের

বিনোদন ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

বলিউডের কমেডি চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘হেরা ফেরি’ শুধু একটি সিনেমা নয়, এক আবেগের নাম। রাজু, শ্যাম ও বাবু রাও—এই তিন চরিত্রের রসায়ন দুই দশক পেরিয়েও দর্শকের মনে অমলিন। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘হেরা ফেরি ৩’। তবে গত বছর ছবিটি নিয়ে তৈরি হয় নানা অনিশ্চয়তা ও গুঞ্জন, যা ভক্তদের হতাশ করেছিল।

সাম্প্রতিক সময়ে সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ‘বাবু রাও’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল নিজেই। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানালেন, ‘হেরা ফেরি ৩’ নিয়ে ছড়ানো অনেক খবরই ছিল ভিত্তিহীন।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন বিনোদনমাধ্যমে গুঞ্জন ওঠে-অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্কের অবনতি হয়েছে এবং তিনি নাকি ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি আরও চাঞ্চল্যকরভাবে দাবি করা হয়, অক্ষয় কুমার তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন। এসব খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

তবে ‘দ্য কমেডি ফ্যাক্টরি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরেশ রাওয়াল। রসিকতার সুরে তিনি বলেন, “ছবিটি নিয়ে যা যা শোনা গিয়েছিল, সেগুলো ছিল অনেকটা কচ্ছপ ধূপের মতো-বিনা কারণেই চারদিকে ছড়িয়ে পড়েছিল।”

তিনি আরও স্পষ্ট করেন, “এমন কথাও রটেছিল যে অক্ষয় আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। বাস্তবে এমন কিছুই ঘটেনি। যে সমস্যা ছিল, তা প্রযোজক ও অভিনেতাদের মধ্যে কিছু আনুষ্ঠানিক বিষয় নিয়ে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত কোনো বিবাদ হয়নি। এখন সব কিছু ঠিকঠাক আছে। সব চূড়ান্ত হলেই আমি কাগজে সই করে দেব।”

পরেশ রাওয়ালের এই বক্তব্যের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ‘হেরা ফেরি’ ভক্তরা। জানা গেছে, সব জটিলতা কাটিয়ে আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শুরু হতে পারে। ছবিতে আবারও চিরচেনা চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে।

উল্লেখ্য, ২০০০ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ বলিউডে কমেডি ঘরানায় নতুন ধারা তৈরি করেছিল। পরে ২০০৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’, যা বক্স অফিস ও দর্শকপ্রিয়তায় প্রথম ছবির সাফল্য ধরে রাখে।

দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় রাজু, শ্যাম ও বাবু রাওয়ের প্রত্যাবর্তন দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকরা। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘হেরা ফেরি ৩’ আবারও হাসির ঝড় তুলবে-এমনটাই আশা বলিউডপ্রেমীদের।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি