• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা

বিনোদন ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পি.এম.
‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসানের অভিনয় জীবনে যুক্ত হলো আরও একটি গৌরবময় অধ্যায়। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’–তে অনবদ্য অভিনয়ের জন্যই এই স্বীকৃতি অর্জন করেন জয়া।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান বলেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের।’ তার এই অর্জনকে নিজের টিম ও দর্শকদের প্রতি উৎসর্গ করেন তিনি।

জয়ার এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। ভক্তদের পাশাপাশি কলকাতার অভিনেতা, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরাও তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেকেই এই পুরস্কারকে বাংলা সাহিত্যের ক্লাসিক সাহিত্যকর্মের সফল চলচ্চিত্র রূপায়ণের স্বীকৃতি হিসেবে দেখছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে। প্রায় ৯০ বছর পর এই সাহিত্যকর্ম বড় পর্দায় রূপ পায়। ছবিটি গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি ও অনন্যা চ্যাটার্জি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি