• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রী হিসেবে ৪৭.৬ শতাংশ মানুষ চায় তারেক রহমানকে

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মনে করছেন ৪৭.৬ শতাংশ মানুষ। অন্যদিকে ২২.৫ শতাংশ মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার। 

জরিপে দেখা গেছে, ভোটারদের মধ্যে ৯৩.৩ শতাংশ জানিয়েছেন তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। আগের রাউন্ডে ভোট দেওয়ার কথা বলা ৯৬.১ শতাংশ আবারও ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা আগে ভোট দেবেন না বলেছিলেন, তাদের ৭৮.৫ শতাংশ এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিকভাবে অংশগ্রহণের হার এখনও বেশি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা