• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে থেকেই জনগণের সেবা করব:  এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পি.এম.
বালাগঞ্জ পূর্বপৈলনপুরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা পথসভায় বক্তব্য দেন এম এ মালিক-ছবি: সংগৃহীত

সিলেট বালাগঞ্জ পূর্বপৈলনপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করে দেশে থেকেই জনগণের সেবা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। 

বিএনপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এম এ মালিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি সিলেট অঞ্চলের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাত নসিবের দোয়া করেন।

এম এ মালিক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন এবং ওই সফরে তিনি তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন। তিনি জানান, দেশে থেকেই দেশের মানুষের সেবা করার প্রতিশ্রুতি তিনি বেগম খালেদা জিয়াকে দিয়েছেন।

তিনি আরও বলেন, গত ১৬ ডিসেম্বর তিনি লন্ডনে নিজের পাসপোর্ট ও সিটিজেনশিপ জমা দিয়েছেন, যা তার দেশের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থায় তিনি সিলেট-৩ আসনে বিএনপি ও জোটের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে নিয়েছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এম এ মালিক বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। রাতের আঁধারে ভোট দেওয়ার সংস্কৃতি চালু করা হয়েছে। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী শক্তি কখনো দেশ বা দেশের স্বার্থ বিক্রি করে না।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, সমুদ্রবন্দর নিয়ন্ত্রণ, মানবাধিকার লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একমাত্র সমাধান হলো একটি শক্তিশালী বিএনপি সরকার। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক মিজান মিয়া, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারি, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল আহমেদ খলকু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মুনিম মিয়া, উপজেলা বিএনপির যুবদল নেতা এনাম উদ্দিন, সাবেক ছাত্রদলের সভাপতি আহমদ আলী ছুনু, বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম জিতু মিয়া, সেন্টার কমিটির সভাপতি ছালিক মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও অসংখ্য সমর্থকবৃন্দ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা