• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিহিংসার রাজনীতি নয়

নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পি.এম.
রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড নির্বাচনী জনসভা। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তাঁর দলের রাজনীতির মূল লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং নাগরিক অধিকার ও মৌলিক সুবিধা নিশ্চিত করা। তিনি বলেন, ঢাকা-৯ দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা। এই এলাকাকে নতুনভাবে গড়ে তুলতেই তিনি রাজনীতি করছেন। 

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী  বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি জাতীয় পতাকা ও মানচিত্রের জন্য জীবন দেওয়া লাখো শহীদ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সহযোদ্ধা এবং সর্বশেষ শহীদ শরিফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন। শহীদ শরিফ উসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড নির্বাচনী জনসভা।

হাবিব বলেন, তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে এই এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত এবং ৫৩ বছর ধরে এই এলাকায় বেড়ে উঠেছেন। অলিগলি ঘুরে মানুষের ভালোবাসা ও স্নেহে তিনি রাজনীতি করেছেন বলে জানান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে যেমন দেশকে স্বাধীনতা, পতাকা ও মানচিত্র দিয়েছেন, তেমনি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিজের পরিবার, ঘরবাড়ি ও জীবন উৎসর্গ করেছেন। মিথ্যা মামলায় কারাবরণ ও বিনা চিকিৎসায় তাঁর জীবন বিপন্ন হয়েছে।

বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য পিতা-মাতার যোগ্য উত্তরসূরি উল্লেখ করে হাবিব বলেন, ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। তিনি নিজেও সেই ৩১ দফা ঢাকা-৯ এলাকায় বাস্তবায়নের অঙ্গীকার করেন।

রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড নির্বাচনী জনসভা।

ঢাকা-৯ এলাকার সমস্যার কথা তুলে ধরে হাবিব বলেন, এই এলাকা পানি, গ্যাস, জলাবদ্ধতা, শিক্ষা ও চিকিৎসাসেবাসহ নানামুখী সংকটে ভুগছে। ভালো স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ ও কবরস্থানের অভাব রয়েছে। গ্যাস সংকটের কারণে মা-বোনদের রাত জেগে রান্না করতে হয় ।

তিনি বলেন, শুধু ভোটের সময় যারা এলাকায় আসে তাদের ভোট না দেওয়ার যে কথা বলা হয়, সেটার সঙ্গে তিনি একমত। তবে তিনি দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে ছিল। সে বিবেচনা এক টি করে ভোট প্রত্যাশা করেন।

রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড নির্বাচনী জনসভা।

আগামী দিনে দল ক্ষমতায় এলে এলাকার সমস্যাগুলোর সমাধানের জন্য দলীয় ফোরামে জোরালোভাবে দাবি তোলা হবে জানিয়ে হাবিব বলেন, ঢাকা-৯-কে তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে। দলের কোনো নেতাকর্মী এসব অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা-৯ এলাকাকে একটি মানবিক, নিরাপদ, সম্প্রীতির ও গণতান্ত্রিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা