• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোট নষ্ট না করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পি.এম.
রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড এ ঢাকা ৯ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আজকের এই এলাকার সমস্যা হাবিবুর রশিদ হাবিব যেভাবে জানেন, অন্য যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা সেভাবে জানেন না। এই কারণে এলাকার স্বার্থে হাবিবুর রশিদ হাবিবকে জয়ী করা জরুরি।

তিনি বলেন, অন্য যেসব প্রার্থী রয়েছেন, তাঁদের দলের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশে জয় লাভ করবে বিএনপি ও ধানের শীষ। অন্য প্রার্থীদের ভোট দিলে সেই ভোট নষ্ট হয়ে যাবে এবং তাতে কোনো লাভ হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী মান্ডা ট্রাক স্ট্যান্ড এ ঢাকা ৯ আসনের নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি থেকে অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দলের নেতা তারেক রহমানের সবচেয়ে প্রিয় পাত্র হলেন হাবিবুর রশিদ হাবিব। ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সে ক্ষেত্রে এলাকার রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎসহ কোনো সমস্যা থাকবে না।

তিনি  বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে দেশে যে উন্নয়ন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া যে উন্নয়ন করেছেন, তারই ধারাবাহিকতায় তারেক রহমান যদি আগামী দিনে প্রধানমন্ত্রী হন, তাহলে দুই-তিন বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেবেন ইনশাল্লাহ। তাঁর মতে, টাকার কোনো সমস্যা নেই, সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যোগ্য নেতৃত্ব।

তিনি আরও বলেন, হাবিবুর রশিদ হাবিব একজন তরুণ নেতা। দেশের পরিবর্তনের জন্য তরুণ নেতৃত্ব দরকার। তারেক রহমান নিজেও তরুণ নেতৃত্বের প্রতীক। তাই এই এলাকাকে ভালো করতে হাবিবুর রশিদ হাবিব সক্ষম বলে তিনি মন্তব্য করেন।

ভারত প্রসঙ্গে আবদুস সালাম বলেন, তাঁরা ভারতবিরোধী নন। তবে ভারত যদি চাপিয়ে দিতে চায়, বন্যার সময় পানি দিয়ে ভাসিয়ে দেয় অথবা সীমান্তে হত্যার বিচার না হয়, তাহলে তার বিরোধিতা করতেই হবে। তাঁরা কারও অধীন হতে চান না—না পিন্ডির, না দিল্লির। বাংলাদেশই তাঁদের দেশ এবং দেশকে স্বাধীন রাখতে চান।

তিনি জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে তাঁরা দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি ও তারেক রহমান ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

 আবদুস সালাম আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা নয় আসনের বিএনপি'র প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

ভিওডি বাংলা/সবুজ/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা