• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

ধর্ষণকারীর শাস্তি সম্পর্কে ইসলামের দৃষ্টি ভঙ্গি

   ৯ মার্চ ২০২৫, ১০:২৪ পি.এম.
ফাইল ছবি

মুহাম্মদ রিয়াজ উদ্দিন 

ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর অপরাধ, যা ব্যভিচারের চেয়েও জঘন্য। ইসলাম ধর্মে ব্যভিচার যেমন কবিরা গুনাহ (মহাপাপ), তেমনি ধর্ষণও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত। তাই যে কোনো ব্যক্তির উচিত নিজেকে এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করা এবং সম্ভ্রম বাঁচাতে যথাযথ প্রতিরোধ করা।

ধর্ষণের শাস্তি: ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম শুধু ব্যভিচারের শাস্তিই নির্ধারণ করেনি, বরং ধর্ষণের মতো ভয়ংকর অপরাধেরও কঠোর শাস্তির বিধান রেখেছে। কারণ, ব্যভিচার সাধারণত উভয় পক্ষের সম্মতিতে সংঘটিত হয়, কিন্তু ধর্ষণ হয় বলপ্রয়োগের মাধ্যমে, যা একপক্ষের জন্য চরম অবিচার ও নির্যাতন।

ইসলামি আইনে ধর্ষণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ধর্ষণ একটি দ্বৈত অপরাধ

১. ব্যভিচার (যার জন্য নির্ধারিত শাস্তি রয়েছে)।
২. অন্যের মর্যাদা ও শারীরিক নিরাপত্তা বিনষ্ট করা।

সর্বোচ্চ শাস্তির বিধান থাকার কারণ হলো, ধর্ষণের মাধ্যমে একজন ব্যক্তির জীবন ও মানসিক সুস্থতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ধর্ষণকারীর জন্য কঠোর শাস্তির কথা বলেছেন, যা প্রয়োজনে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

ইসলামে আত্মরক্ষা করা গুরুত্বপূর্ণ, এমনকি তা যদি হামলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে হয়, তাহলেও তা ন্যায়সঙ্গত। মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একাধিক হাদিসে এর প্রমাণ পাওয়া যায়।

হজরত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—"যে ব্যক্তি সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহিদ। যে ব্যক্তি জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহিদ। যে ব্যক্তি দ্বীন রক্ষা করতে গিয়ে নিহত হয়, সেও শহিদ। আর যে ব্যক্তি নিজের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিহত হয়, সেও শহিদ।" (তিরমীযি) 

বাংলাদেশে ধর্ষণ: এক ভয়াবহ সামাজিক ব্যাধি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।ছোট বাচ্ছা থেকে তরুণ যুবক যুবতী বয়োবৃদ্ধ এই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।  অনেক ঘটনাই সংবাদ শিরোনাম হয়েছে, যা সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ব্যাধি প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, নৈতিক শিক্ষার প্রচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক বিশেষজ্ঞই মনে করেন, ইসলামী আইনের কঠোর শাস্তির বিধান কার্যকর করা হলে ধর্ষণের মতো অপরাধ অনেকাংশে হ্রাস পেতে পারে।

সমাজের সকল স্তরের মানুষকে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সম্ভ্রম রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে,বিশেষত তরুণ প্রজন্মের চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধির জন্য কুরআন সুন্নাহ সঠিক পদ্ধতি সম্পর্কে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা সময়ের অন্যতম দাবি।
যাতে আমাদের সমাজ নারীর জন্য নিরাপদ ও সম্মানজনক হয়ে ওঠে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ হাজি
দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ হাজি
ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে কুরবানীর পশু
ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে কুরবানীর পশু
আরাফার দিবস ও আমাদের করনীয়
আরাফার দিবস ও আমাদের করনীয়