শাসকরা মালিক নয় সেবক হবেন: শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক
শাসকরা মালিক হবেন না সেবক হবেন। ক্ষমতায় গেলে এমনই বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মনিপুর হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে আমির বলেন, সেই দেশে দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। দেশে এখন আল্লাহর আইন চাই, অন্যসব ভাইদের আইন দেখা হয়ে গেছে। যে দল ঈমানদারীর সবচেয়ে কাছাকাছি, নির্বাচনে সেই দলকে বাছাই করতে আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যার মুখের কথার সাথে কাজের বেশি মিল থাকবে জাতি তাদেরকেই বেছে নেবে।
ভিওডি বাংলা/ এমএইচ
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অর্থনীতিতে …

নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাকে …

পাবনায় গাছের চারা বিতরণ করলেন শিমুল বিশ্বাস
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের …
