• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

অভিষেক কেন অভিনয় ছাড়তে চেয়েছিলেন?

   ১৫ মার্চ ২০২৫, ১২:১৭ পি.এম.

বিনোদন ডেস্কঃ 

বলিউড অভিনেতা অভিষেক বাচ্চন ক্যারিয়ারের শুরুর দিকে অনেক সংগ্রাম করেছেন। তারপরও তার অনেক ছবিই বক্স অফিসে সফল হয়নি। বাবা আমিতাভ বচ্চনের সঙ্গেও তুলনা সহ্য করতে হয়েছে অভিষেককে। 

একটা সময় এমনও এসেছিল যখন অভিষেক অভিনয় জগত থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই অভিনেতার বাবা অমিতাভের একটি কথা ম্যাজিকের মতো কাজ করেছিল। 

সম্প্রতি নয়নদীপকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, আমি এমন এক পরিস্থিতিতে ছিলাম, যার বর্ণনা করতে পারবো না। ক্যারিয়ারের শুরুতে আমি অনেক কঠিন সময় পার করছিলাম। যতই চেষ্টা করি না কেন, আমি আমার লক্ষ্য অর্জন করতে পারছিলাম না। আমি যে মানদণ্ড নির্ধারণ করেছিলাম, তার সঙ্গে কিছুই মিলছিল না।

অমিতাভ কী বলেছিলেন

অভিনেতা বলেন, আমার মনে আছে, এক রাতে আমি আমার বাবার কাছে গিয়ে বলেছিলাম যে আমার ভুল হয়েছে, যতই চেষ্টা করি না কেন কাজ হচ্ছে না। হয়তো এই অভিনয় জগত আমার জন্য নয়। 

আমার কথা শুনে আমার বাবা বলেছিলেন, আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে বলছি, একজন পিতা হিসেবে নয়। তোমাকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমি জানি তুমি প্রতিটি ছবির সঙ্গে উন্নতি করছো। ব্যর্থতা জীবনের অংশ এবং সকলকেই এর মধ্য দিয়ে যেতে হয়। ব্যর্থতা ছাড়া কখনও সফলতা আসে না। যদি তুমি শ্বাস নাও, তাহলে তোমাকে শ্বাসও ছাড়তে হবে। এটাই নিয়ম। 

অভিনেতাকে তার পরিবারের সদস্যরা কখন তাকে সমর্থন করেছেন এবং উন্নতির জন্য উৎসাহিত করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অভিষেক বলেছেন, প্রতিদিনই এমনটা হয়। এটা পিতামাতার দিক থেকেই শুরু হয়। তারা আপনাকে নিয়ে সবসময় চিন্তা করেন। একজন অভিভাবক হিসেবে আমার মেয়ের ওপর পুরো আস্থা রাখা উচিত আমার। এইটুকুই তাকে এগিয়ে নিয়ে যাবে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। 

অভিষেকের ছবি প্রসঙ্গে

অভিষেক বর্তমানে ‘বি হ্যাপি’ ছবিতে অভিনয় করছেন, যেটি রেমো ডিসুজা পরিচালনা করছেন। ছবিতে তার সঙ্গে নোরা ফাতেহি এবং ইনায়াত বর্মা অভিনয় করছেন। এই সিনেমায় অভিষেক একজন সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করেছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া