ইরফান খানের ছেলেকে চড় মারতে চান হুমা কুরেশী!


বিনোদন ডেস্ক:
মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে ২০২০ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। হিরোসুলভ চেহারা ছিল না, তবে অভিনয় দিয়ে আজও বেঁচে আছেন তার অনুরাগীদের হৃদয়ে।
সম্প্রতি এক পার্টিতে অভিনেতার ছেলে বাবিল খানের উদ্দেশে অভিনেত্রী হুমা কুরেশী বলেন, ‘ছেলেটাকে একটা চড় মারতে মন চায়!’ ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
ইরফনের মৃত্যুর পর অভিনয়ে যাত্রা শুরু অভিনেতার বড় ছেলে বাবিল খানের। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এছাড়া অভিনেতার ছেলে বলে বাড়তি চাপও রয়েছে বাবিলের ওপর। যদিও ইরফান পুত্রের ভদ্র স্বভাবের কারণে প্রশংসায় পঞ্চমুখ নেটগরিকরা।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই শহরের একটি পার্টিতে আমন্ত্রিত ছিলেন হুমা কুরেশী , ইরফান পুত্র বাবিল-সহ বলিউডের একাধিক তারকা। পার্টি শেষে অনুষ্ঠানকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় হুমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন ইরফান পুত্র।
পাপারাজ্জিদের ধারণ করা এক ভিডিওতে শোনা গেছে, অভিনেত্রীকে উদ্দেশে করে বাবিল বলেন, ‘আমার ফোনটা পর্যন্ত তুলল না।’ এ কথা শুনেই অভিনেত্রী বলেন, ‘এই বিষয়ে পরে কথা বলছি।’ বাবিল আরও কিছু বলতে চাইলে পাত্তা না দিয়েই সিঁড়ি দিয়ে উঠে যান অভিনেত্রী।
ওই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হুমার সহকারীকে তিনি বলছেন, ‘ছেলেটাকে (বাবিল) চড় মারতে মন চায়।’ যদিও অভিনেত্রী এটা বাবিলের উদ্দেশে বলেছেন কি না তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের বিষয় কোনো মন্তব্য করেননি ইরফান পুত্র।
ভিওডি বাংলা/এম
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড …

টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায়ই উঠে এসেছে গণমাধ্যমে। …

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় …
