• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

   ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক
এবার সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।  নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা। 

ইলিয়াস কাঞ্চন জানান, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে তার নেতৃত্বে। আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির।

জানা গেছে, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন কাঞ্চন।

দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়। 

এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের নাম। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
এখন ৬ মাস আ.লীগ ৬ মাস বিএনপি, কাকে নিয়ে পরিমণির স্ট্যাটাস?
এখন ৬ মাস আ.লীগ ৬ মাস বিএনপি, কাকে নিয়ে পরিমণির স্ট্যাটাস?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন অপু বিশ্বাস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন অপু বিশ্বাস