• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

শুটিং সেট

স্টান্টম্যান মৃত্যু ইস্যুতে শাকিবকে তীব্র কটাক্ষ রত্নার

   ৫ মে ২০২৫, ০৫:৩৩ পি.এম.

বিনোদন ডেস্ক: 

ঈদুল আযহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং। শুটিং সেটেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা—স্টান্টম্যান মনির হোসেন (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শনিবার বিকালে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালক রায়হান রাফী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখজনকভাবে মনির ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। সিনেমার জন্য তার অবদান ছিল নিঃশব্দ কিন্তু অপরিসীম।’

স্টান্ট পরিচালক জুম্মান জানান, ‘সকালেই মনির স্ট্রোক করেছিলেন, কিন্তু তা কাউকে জানাননি। কিছুটা সুস্থ হয়ে আবার কাজে নামেন। কিন্তু বিকেলের দিকে আবার অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সে সবাইকে ছেড়ে চলে গেছে।’

মনিরের মৃত্যুর পর শাকিব খানের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ উঠেছে, সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান ঘটনাস্থলে ছিলেন না এবং এখনো মৃত স্টান্টম্যানের পরিবার বা সহকর্মীদের খোঁজ নেননি।

এই প্রসঙ্গে ফাইটার জুম্মান বলেন, ‘এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু শাকিব ভাই কোনোবারই এগিয়ে আসেননি। এটা আমাদের কষ্ট দেয়।’

এই ঘটনায় সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এবার ফেসবুকে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রত্না।

তিনি লেখেন, ‘সুপ্রিয় খান সাহেব! ঐযে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের উপরে উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেন থেকে বাঁচান। সেই পুরো কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার আমার জানা। কাল আপনারই তান্ডব সিনেমার শুটিং সেটে স্ট্যানম্যান মনির অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে মৃত্যু হয়। শুনেছি আপনি একটিবারও ছেলেটির কাছে হসপিটালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি।

এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না, মনে রাখার দরকারও নেই। আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল নায়িকা সিলেকশনের ক্ষেত্রেও, অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল, বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিল, এটা অবশ্য আপনার দোষ না, পর্দার নায়ক হিসেবে আপনি সত্যিই অতুলনীয় অসাধারণ, সেটা নিয়ে দুঃখ নেই।’

এরপর রত্না লেখেন, ‘এখন বাস্তবের নায়ক হয়ে দেখান, সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন, পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ। আজকের এই শাকিব খান হওয়ার পেছনে যে অবদানগুলো মানুষগুলোর ছিল আর কেউ না জানলেও আপনি কিন্তু জানেন। সব ভুলে যান দুঃখ নেই কিন্তু যারা এখনো আপনার সাথে লেগে আছে, তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে একটু দাঁড়াবেন আশা করছি। স্টান্টম্যান মনিরের পরিবারের জন্য অবশ্যই কিছু করবেন প্রত্যাশা রাখলাম।’

নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। বহু দুঃসাহসিক দৃশ্য তিনি নিঃশব্দে সম্পন্ন করেছেন, রক্ষা করেছেন তারকাদের। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি পরীমণি
হাসপাতালে ভর্তি পরীমণি
জয়া আহসানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা
জয়া আহসানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান