• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিব খানের মাকে নিয়ে বুবলির পোস্ট

   ১২ মে ২০২৫, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে মা দিবস পালন শুরু হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি নানা আয়োজনে পালন করা হয়। বিশেষ এই দিনে সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশ করে থাকেন। ঠিক তেমনই মা দিবসে বিনোদন জগতের তারকারাও এর ব্যতিক্রম নয়।

বিশেষ এই দিনে মা এবং শাশুড়ি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শুভেচ্ছাবার্তা ও অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গতকাল মা দিবসে সামাজিক মাধ্যম ফেসবুকে মা এবং শাশুড়ির ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। তিনি দুজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন। একজন তার গর্ভধারিণী মা। অন্যজন শাকিব খানের মা— শাশুড়ি মা।

সেই স্ট্যাটাসে শবনম বুবলী লিখেছেন—আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

অভিনেত্রীর সেই স্ট্যাটাসে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক নেটিজেন লিখেছেন—শাকিব খানের অ্যাটেনশন পেতেই এমনটি করেছেন অভিনেত্রী। আরেক নেটিজেন লিখেছেন—শাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। ২০২০ সালের মার্চে পুত্রসন্তানের মা হন বুবলী। সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই দূরত্ব বাড়তে থাকে এ দম্পতির। একপর্যায়ে বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করে বলেন, শবনম বুবলী এখন অতীত। অন্যদিকে বুবলী বলেন, আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না এ তারকা জুটি। বুবলীকে একাধিকবার শাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা এখনো শাকিবকেই নিজের স্বামী বলে দাবি করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’