• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

৬০০ কোটির প্রস্তাবও ফিরিয়ে দেন প্রীতি

   ১৩ মে ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
২০০০ সালের মাঝামাঝি সময় যখন ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি এবং কারিনা কাপুর বলিউডে শীর্ষ তালিকায় নিজেদের নাম লেখানোর প্রতিযোগিতা করছেন, তখন এমন একজন নায়িকা ছিলেন যিনি পাশ থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছিলেন। তার নাম প্রীতি জিনতা।

প্রীতি সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই, কিন্তু ৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন। কিভাবে? তাহলে ঘটনা খুলে বলা যাক...

২০১১ সালে ভারতের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি প্রীতির নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন। কারণ তার সন্তান শানদার আমিরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।

২০০১ সালে প্রীতি জিনতার বয়স ছিল মাত্র ২৬ বছর। সে সময়েই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি।

ছোটা শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আডভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নায়িকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন।

পরবর্তী সময়ে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়।

তবে এত কিছুর পরেও মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংস- এর মালিক প্রীতি। নিজের দলের হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে দেখা মেলে তার।  

সালে মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ ছবিতে সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি। পরবর্তী সময়ে কেয়া কেহেনা, সোলজার ছবির হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী। 

মাত্র ৩২ বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেও এখনও বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় এই তারকাকে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া