• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

কমেছে সবজি, ডিম ও মুরগির দাম

   ১৬ মে ২০২৫, ০৯:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

টানা কয়েক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর আবার কমে এসেছে সবজির বাজার। চলতি মাসের শুরুতেই বেশির ভাগ সবজির দাম ছিল ৭০ টাকার ওপরে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে বেশির ভাগ সবজি পাওয়া গেছে ৫০ টাকার নিচে। কমেছে ডিম ও মুরগির দামও। ব্যবসায়ীরা বলছেন, তীব্র তাপপ্রবাহের প্রভাবে বাজারে কমে এসেছে সবজি ও মাংসের দাম।

শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর জুরাইন, হাতিরপুল, পলাশী ও কারওয়ান বাজার ঘুরে দেখা গিয়েছে, ৩০-৪০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে মৌসুমি সবজি। বাজারে এক কেজি আলু ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া এক কেজি ঢেঁড়শ ৩০, কাঁকরোল ৫০, করলা ৪০, বেগুন ৪০, পটোল ৩০, বরবটি ৪০, কাঁচা আম ৪০, কাঁচামরিচ ৪০, টমেটো ৫০, মুলা ৪০ ও শসা ৪০ টাকায় বিক্রি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজি ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে এক কেজি আলু ১৮, ঢেঁড়শ ৩৫, কাঁকরোল ৭০, করলা ৪৫, পটোল ৪০, বরবটি ৪৫, কাঁচা আম ৫০, কাঁচামরিচ ৬০, টমেটো ৫৫, মুলা ৪৫ ও শসা ৫০ টাকায় বিক্রি হয়েছিল।

সবজির দাম কমার বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. জাহাঙ্গীর বলেন, ‘‌প্রচুর গরম পড়েছে। সবজি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি করে ফেলছেন কৃষকরা। কাঁচা সবজি বেশি সময় রাখার সুযোগ না থাকায় আমরাও কম দামে বিক্রি করে ফেলছি।’

শাকসবজির পাশাপাশি কমেছে মুরগির মাংস ও ডিমের দামও। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, কয়েক দিন আগেও যা ১৮০-২০০ টাকায় বিক্রি হয়েছিল। লাল লেয়ার মুরগির দাম কমে বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি। গত মাসে এ মুরগি ২০০ টাকার ওপরে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কমেছে সোনালি মুরগির দামও। গতকাল প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৮০ টাকা দরে। কিছুদিন আগে বাজারে এর দর ছিল ৩২০ টাকার ওপরে।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা খায়রুল আলম বলেন, ‘গরমের কারণে মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আমাদেরও অনেক মুরগি মারা গিয়েছে। বাজারে এখন মুরগির দাম ক্রেতার হাতের নাগালেই।’

কমেছে ডিমের দামও। গতকাল এক ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ টাকায় বিক্রি হয়েছে। হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৮০ টাকায়। তবে বাড়তির দিকে খাসি ও গরুর মাংস। এক কেজি খাসির মাংস ১ হাজার ১০০ ও গরুর মাংস ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
দেশের রিজার্ভ বাড়ল
দেশের রিজার্ভ বাড়ল
ডলারের বিপরীতে মান বাড়লো টাকার
ডলারের বিপরীতে মান বাড়লো টাকার