• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

‘গ্রেপ্তার আতঙ্কে’ ভারত সফর বাতিল করেছেন চঞ্চল!

   ২১ মে ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে দর্শকদের তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ। শুধু দেশেই নয় ভারতের দর্শকদের কাছেও তিনি বেশ প্রশংসিত। তবে সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনার বেশ আতঙ্কে আছেন এই অভিনেতা, বাতিল করেছেন ভারত সফরও! আর এসব তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে।

ভারতের দুটি সংবাদমাধ্যম দাবি করছে, কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন চঞ্চল চৌধুরী।

‘নিউজ ১৮’ ও ‘টিভি ৯ বাংলা এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল চঞ্চলের। তবে ঢাকার সাম্প্রতিক প্রেক্ষাপটে গ্রেপ্তারের আতঙ্ক থেকেই তিনি সফর বাতিল করেছেন বলে দাবি করা হয়েছে। এমনকি প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু চঞ্চল নন, অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতির মতো অনেক তারকাই এখন আতঙ্কে আছেন।

‘টিভি ৯ বাংলা’র ভাষ্য অনুযায়ী, চঞ্চল চৌধুরীর কলকাতা যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণেও হয়তো চঞ্চল এই সফর থেকে সরে এসেছেন।

তবে এই বিষয়ে চঞ্চল চৌধুরীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। বন্ধ পাওয়া গেছে তার মুঠোফোনটিও। 

উল্লেখ্য, অভিনেতা চঞ্চল চৌধুরীর নামেও একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলায় চঞ্চল চৌধুরীসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ১৩ জন অভিনয়শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশার ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া