• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

কর্মবিরতিতে অচল এনবিআর

‘চেয়েছিলাম সংস্কার, করে দিলো সৎকার’

   ২৫ মে ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা। রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে এনবিআরের কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ভবনের প্রধান দুই ফটকও তালাবদ্ধ থাকায় কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারী এনবিআর ভবনের নিচতলায় প্রধান ফটকের পাশে অবস্থান নিয়েছেন। অনেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে বসে প্রতিবাদ জানাচ্ছেন। প্ল্যাকার্ড দেখা যায় ‘চেয়েছিলাম সংস্কার, করে দিলো সৎকার’, ‘NBR বিলুপ্ত নয়, টেকসই সমাধান চাই’ প্রভৃতি লেখা রয়েছে। 

এছাড়া ভবনে ঢোকার বৈদ্যুতিক সিঁড়িগুলো সকাল থেকে বন্ধ থাকলেও পরে একটি খুলে দেওয়া হয়। নিরাপত্তা ফটকের সব ধরনের বৈদ্যুতিক কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে গেটে অবস্থান করছেন।

প্রসঙ্গত, গত ১২ মে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ- রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ- গঠনের ঘোষণা দেয়। এরপর থেকেই রাজস্ব বোর্ডের কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে সংগঠিত একটি প্ল্যাটফর্ম।

আজ দুপুর ১ পর্যন্ত এনবিআর চেয়ারম্যান নিজ দপ্তরে উপস্থিত হননি। তবে ভবনের ভেতরে এবং বাইরে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাদের মধ্যে নারী পুলিশও রয়েছেন।

গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে- শুধুমাত্র রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস এবং শুল্কস্টেশন এই কর্মবিরতির আওতামুক্ত। আগামীকাল সোমবারও আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে সব দপ্তরে কর্মবিরতি চলবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
দেশের রিজার্ভ বাড়ল
দেশের রিজার্ভ বাড়ল
ডলারের বিপরীতে মান বাড়লো টাকার
ডলারের বিপরীতে মান বাড়লো টাকার