গুরু দত্তের বায়োপিকে নাম ভূমিকায় ভিকি


বিনোদন ডেস্ক
এবার গুরু দত্তের বায়োপিকে দেখা যেতে পারে অভিনেতা ভিকি কৌশলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বইয়ের প্রযোজনা সংস্থা আল্ট্রা মিডিয়ার ডিরেক্টর রজত অগরওয়াল জানিয়েছেন যে, গুরু দত্তের জন্মশতবর্ষে অভিনেতার বায়োপিক করার পরিকল্পনা রয়েছে।
মুখ্য চরিত্রে ভিকিই নির্মাতাদের প্রথম পছন্দ। এর আগে ‘সর্দার উধম’, ‘স্যাম বাহাদুর’-এর মতো জীবনীনির্ভর ছবিতে ভিকির অভিনয় প্রশংসিত। রজতের মতে, গুরু দত্তর আবেগের গভীরতা তুলে ধরার ক্ষমতা একমাত্র ভিকির আছে। তবে এখনও কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইন্ডাস্ট্রির দুই খ্যাতনামা পরিচালকের সঙ্গেও কথা চলছে এই বায়োপিকের জন্য।
এ বছর গুরু দত্তের জন্মশতবর্ষে কান চলচ্চিত্র উৎসবে অভিনেতার ‘পেয়াসা’, ‘কাগজ় কে ফুল’, ‘চৌধভি কা চাঁদ’-এর মতো ক্লাসিক ছবির রেস্টোরড ভার্শন দেখানো হয়েছে। আগামী ৯ জুলাই অভিনেতার জন্মদিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তাঁর এই ছবিগুলো দেখানোর পরিকল্পনা রয়েছে। সেই সময়েই বায়োপিকের ঘোষণাও করা হবে।
ভিওডি বাংলা/ডিআর
রিল ভিডিওতেই এখন বেশি ব্যস্ত বিদ্যা বালান
বিনোদন প্রতিবেদক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন বড় পর্দায় আগের মতো …

বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। আসন্ন …
