• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

বলিউড শোবিজে শোকের ছায়া

   ৫ জুন ২০২৫, ০৮:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক 
আইপিএলে ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিজয় উদযাপন পরিণত হয়েছে মর্মান্তিক বিভীষিকায়। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এই ঘটনায় গোটা দেশে জুড়ে শোকের ছায়া। একের পর এক বলিউড তারকা ও ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

দক্ষিণী তারকা অভিনেতা কমল হাসান সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘বেঙ্গালুরুর এই হৃদয়ভাঙা ট্র্যাজেডিতে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারগুলির প্রতি রইল আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই করি।’

মর্মান্তিক এ ঘটনায় আরসিবির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী আনুশকা শর্মা, যিনি আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। পোস্টটি শেয়ারের মাধ্যমে হৃদয়ের রক্তক্ষরণ প্রকাশ করেন এ অভিনেত্রী। 

থ্রি ইডিয়েট খ্যাত জনপ্রিয় অভিনেতা আর. মাধবন এক আবেগঘন বার্তা দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লিখেছেন, ‘এটা ভীষণ হৃদয়বিদারক। শোকস্তব্ধ পরিবারদেরকে জানাই গভীর সমবেদনা। সকলকে অনুরোধ করছি গুজবে কান দেবেন না, দয়া করে প্রশাসনের দিকনির্দেশ মেনে চলুন।’

বেঙ্গালুরুর ঘটনা চোখ এড়ায়নি বিবেক ওবেরয়ের। তিনিও এক পোস্টে শোক প্রকাশ করেছেন। এক দীর্ঘ শোকবার্তায় অভিনেতা লিখেছেন, ‘বেঙ্গালুরুর এই পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানোদের জন্য আমাদের হৃদয় বিদীর্ণ। ক্রিকেটের জয়কে কেন্দ্র করে হওয়া এই উৎসবে এমন মৃত্যু সত্যিই মর্মান্তিক। পরিবার ও প্রিয়জনেরা যারা এই অপূরণীয় ক্ষতির মুখোমুখি, তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শক্তির বার্তা রইল।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পকলায় সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান
শিল্পকলায় সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান
তাশরীফ খানের রহস্যময় পোস্ট
তাশরীফ খানের রহস্যময় পোস্ট
তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন পপ তারকা রিহানা
তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন পপ তারকা রিহানা