ভবিষ্যতে এ সরকার আসামি হতে পারে : কায়কোবাদ


কুমিল্লা প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের সব অপকর্মের জন্য বর্তমান সরকার ভবিষ্যতে আসামি হতে পারে।
সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে ১৬নং ধামঘর ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে ‘শিশু’ আখ্যায়িত করে কায়কোবাদ বলেছেন, এই শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এটুকু বলব, কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এজন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়ে এই সরকারও আসামি হতে পারে।
ধামঘর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন ও উপজেলা যুবদলের সদস্য কাউসারউল্ল্যাহ সাইফির উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর প্রমুখ।
ভিওডি বাংলা/ডিআর
শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা …

মাইলস্টোন ট্র্র্যাজেডিতে শহীদ পরিবারের পাশে রিজভী
বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী একই …

মেহেরীন চৌধুরী নারী সমাজের গর্ব: আফরোজা আব্বাস
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে ‘জাতীয় বীর’ আখ্যা …
