মূলধারার অনেক গণমাধ্যমও ভুয়া তথ্য ছড়াচ্ছে: প্রধান উপদেষ্টা


জ্যেষ্ঠ প্রতিবেদক
শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, মূলধারার অনেক গণমাধ্যমও ভুয়া তথ্য ছড়াচ্ছে। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় গণমাধ্যমের স্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) ঢাকার স্টেট গেস্ট হাউজ যমুনায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুজান ভাইজ এবং ফ্রিডম অব এক্সপ্রেশন ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল তথ্য ও ভুয়া খবর। কেউ কেউ বিদেশে বসে, আবার কেউ স্থানীয়ভাবে এটি ছড়াচ্ছে। এটি যেন অবিরাম বোমাবর্ষণের মতো।”
তিনি উল্লেখ করেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, প্রচলিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে উঠছে। এই পরিস্থিতিতে জাতিসংঘকে শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও সক্রিয়ভাবে কথা বলার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “স্বাধীন নিয়ন্ত্রণ জরুরি। যদি কোনো গণমাধ্যম বারবার ভুয়া তথ্য ছড়ায়, তাহলে সেটিকে মনে করিয়ে দিতে হবে যে এটি বিশ্বাসযোগ্য নয়। আপনারা জাতিসংঘ আপনাদের কথা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন।”
এদিকে এ সাক্ষাতের আগেই ইউনেস্কো ও ইউএনডিপির যৌথ উদ্যোগে প্রস্তুত “বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি: স্বাধীন, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম” শীর্ষক একটি প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ বলেন, “এই প্রতিবেদনটি দেখাবে কি কাজ করছে, কি করছে না এবং কীভাবে আন্তর্জাতিক মান অনুযায়ী অবস্থান নির্ধারণ করা যায়। সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সদস্যদের প্রশিক্ষণেরও সুপারিশ থাকছে।”
ইউনেস্কোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ বলেন, সাংবাদিকদের কাজের পরিবেশ ও বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত সুপারিশও থাকছে এই প্রতিবেদনে। এ ক্ষেত্রে সরকারি নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ভিওডি বাংলা/ এমএইচপি