• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তানিয়া বৃষ্টি এবার ডিজে শিল্পী

   ৪ জুলাই ২০২৫, ০৩:৩৪ পি.এম.
অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক

অনেক দিন ধরে অভিনয়ে নিজেকে ভেঙে পর্দায় নতুন সব চরিত্র তুলে ধরছেন তানিয়া বৃষ্টি। সেই ভাবনা থেকে এবার অভিনয় করেছেন ডিজে শিল্পীর ভূমিকায়। তানিয়া বৃষ্টির নতুন এই চরিত্রে থাকছে ‘ডিজে বাহারুল’ নামে একক নাটকে। কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর।

তানিয়া বৃষ্টি জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে, দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান। সে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন।

এ ছাড়াও হাস্যরসাত্মক গল্পের বিভিন্ন চরিত্র পর্দায় তুলে ধরেছেন রেশমা আহমেদ, স্বপ্না নিজাম, জিল্লুর রহমান, জাবেদ গাজী, আহমেদ ইশতিয়াক, শারমিন ইমু, ফারুক আল ফারাবি, অবন্তিকা মায়াসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। আজ হাউজফুল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অভিনেত্রী তানিয়া বৃষ্টির কথায়, কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয়, তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায়। 

‘ডিজে বাহারুল’ এমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ সব মিলিয়ে নাটকটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাফিনের চলে যাওয়ার এক বছর
শাফিনের চলে যাওয়ার এক বছর
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস