• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারি চাকরিতে পদ ফাঁকা!

   ৪ জুলাই ২০২৫, ০৭:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
সরকারি চাকরিতে কতো পদ ফাঁকা আছে? এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য বলছে, পদ ফাঁকা চার লাখ ৬৮ হাজার ২২০টির বেশি।  জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান জানান, এখন সরকারি চাকরিতে ৭১ হাজারের মত পদ ফাঁকা আছে। 

গত বছরের ২৪ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন, সরকারি চাকরিতে প্রায় সাড়ে পাঁচ লাখ পদ খালি রয়েছে। সেদিন তিনি বলেছিলেন, নিয়োগ যে হচ্ছে না তা নয়, মাস্টাররোলে নিয়োগ হচ্ছে। কিন্তু রেভিনিউ নিয়োগের একটা প্রসেস আছে। কমিটি করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়।

এদিকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ডেটা নিয়ে ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, চার লাখ ৬৮ হাজার ২২০টি বেশি পদ ফাঁকা রয়েছে।

চলতি মাসের তিন জুলাই সরকারি চাকরিতে সার্কুলার ও শূন্য পদ নিয়ে কথা হয় জন প্রশাসন সচিবের সঙ্গে। তিনি জানান, গেলো কয়েক মাসে নিয়োগ দেওয়ার পর এখন ফাঁকা আছে ৭১ হাজারের মতো পদ।

জন প্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, অনেক দিন আগে থেকে বলা হচ্ছিলো পাঁচ লাখ ৭৪ হাজার পদ খালি। ভার্চুয়ালি পাঁচটা স্টেজে কমিয়ে এনে এখন এটা এক্সিসটিং হলো ৭১ হাজার। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছেন, নাহয় নিয়োগ প্রক্রিয়াধীন, নাহয় বিজ্ঞপ্তি- এই স্টেজে আছে। 

সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, প্রথম শ্রেণির কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল ৬৮ হাজারের বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিলো ১৩ থেকে ১৬ তম গ্রেডে, প্রায় দেড় লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় তিন লাখ পদ। 

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, প্রেসার গ্রুপের ভয়ে কেউ নিয়োগের উদ্যোগ নিতে চায় না।  সরকারে যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, সরকারের যদি মনোভাব থাকে এবং এটা নিয়োগ কর্তৃপক্ষকে নিশ্চিত করা গেলে তারা সাহস পাবেন এবং নিয়োগের প্রক্রিয়া আরম্ভ করবে। নতুবা কেউ যাবে না।

সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার বলেন, এটা উপায় আছে, সময় বেঁধে দেন এবং বলেন এই সময়ের মধ্যে পদগুলো পূরণ না করলে ধরে নেবো এসব পদের দরকার নাই, পদগুলো অ্যাবলিশ করে দেওয়া হবে। তখন দেখবেন যে টনক নড়বে। আর কারো যদি অসুবিধা থাকে, তবে ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে।

২০২০ সালের সরকারি তথ্য বলছে, মোট জনসংখ্যার অনুপাতে এক ভাগের কম মানুষ সরকারি চাকরি করার সুযোগ পান। সমাজের বেশিরভাগ শিক্ষার্থীর চাওয়া এই সরকারি চাকরি। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ
শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন
সংস্কার কাজে সমর্থন অব‍্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা
সংস্কার কাজে সমর্থন অব‍্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা