ডিউক অফ এডিনবার্গ কার্যক্রমে ইতিহাস গড়লো ‘হেলিবারি ভালুকা’


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হেলিবারি ভালুকা প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড কার্যক্রমে অংশগ্রহণ করে একটি নতুন ইতিহাস গড়েছে।
সম্প্রতি হেলিবারির শিক্ষার্থীরা থাইল্যান্ডে আয়োজিত একটি দুই দিনব্যাপী অ্যাডভেঞ্চার ও স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে অংশ নেয়, যেখানে তারা দলগত কাজ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে যুক্ত হয়।
এই ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক সফর ও কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশের শিক্ষা সফর ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ফিউশন হলিডেজ লিমিটেড।
হেলিবারি ভালুকার সিওও জনাব মাসুম উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে আমরা সবসময় চাই, তারা আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব, দক্ষতা ও সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করুক। এই সফর সেই পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
শিক্ষক জনাব সাইফুর রহমান বলেন, ‘এই ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সমস্যার সমাধানে দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তারা বিশ্বমঞ্চে নিজেদের প্রস্তুত করতে এমন আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’
ফিউশন হলিডেজ লিমিটেড-এর সিইও এইচ এম তারিকুল ইসলাম বলেন, ‘আমরা সবসময়ই শিক্ষা সফরের মাধ্যমে তরুণদের নতুন দিগন্তে পৌঁছাতে সহায়তা করতে চাই। হেলিবারি ভালুকার এই আন্তর্জাতিক অংশগ্রহণ আমাদের জন্যও একটি গর্বের বিষয়।’
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী জানায়, ‘এই অভিজ্ঞতা আমাকে চ্যালেঞ্জ নিতে, নেতৃত্ব দিতে এবং অন্যদের অনুভূতি বুঝতে শিখিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ এমন একটি অভিজ্ঞতার জন্য।’
উল্লেখ্য, ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক স্বীকৃত কিশোর ও যুব উন্নয়ন কর্মসূচি, যা তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব, সহমর্মিতা ও কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিলেও, এই প্রথম কোনো প্রতিষ্ঠান দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করল, যা দেশের শিক্ষা ও যুব উন্নয়ন চর্চায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ভিওডি বাংলা/ডিআর
জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো
নিজস্ব প্রতিবেদক
শিশু শহীদদের স্মরণে জুলাই অনুষ্ঠান পালনের জন্য দেশের …

শিগগির শুরু হচ্ছে সাত কলেজে ভর্তি কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) …

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ …

একাদশে শূন্য থাকবে ২০ লাখ ভর্তিযোগ্য আসন
নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে যাচ্ছে …
