এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া -আনোয়ারা


বিনোদন ডেস্ক
বাচসাস আয়োজনে আবেগাপ্লুত হয়ে মমতাময়ী মা-খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম বললেন, ‘এই চোখের জল গ্লিসারিন নয়’। স্মারক সম্মাননা গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর আবেগে ভিজে ওঠে সাংবাদিক ও অতিথিরাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারার কন্যা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জলে ভিজলেন ‘মায়ের চরিত্রে’ বিখ্যাত হয়ে ওঠা চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সোমবার (১৪ জুলাই) বিকেলে এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আনোয়ারা বলেন, “বাচসাস আমার অনেক আপন। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান করি। আমার চোখের পানি গ্লিসারিন নয়,এটি শ্রদ্ধা আর ভালোবাসার পানি। এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে এই ভালোবাসা।”
বাচসাস সভাপতি বলেন, “আনোয়ারার মতো কিংবদন্তিকে দিয়ে ‘মিট দ্য প্রেস’-এর যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত।”
আনোয়ারা তার দীর্ঘ অভিনয়জীবনে ছয় শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি চারবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন—মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০), লাল কাজল (১৯৮২) ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য।
ভিওডি বাংলা/ এমএইচ
উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম …

মহাবিশ্ব সাক্ষী রইল: নুসরাত
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের দক্ষতা …
