ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় ভারতীয় ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আমীর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ ব্যাটলিয়ন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্বার করা হয়। বাড়িটি সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। এসময় ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আমীর হোসেন (২৮) ও বাহাদুর হোসেন (২৫) এবং জমির হোসেনের স্ত্রী মোসা. জেসমিন খাতুন (২৫)।
দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
ভিওডি বাংলা/মোঃ মিজানুর রহমান /এম
ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি সহায়তা হিসেবে ভিডব্লিউবি (ভিজিডি) …

দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে ৩ কেটি ৫২ লক্ষ …

৫ মাস ধরে খোঁজ নেই মাদারীপুরের ১৪ যুবকের
মাদারীপুর প্রতিনিধি
উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন …
