• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাভির কোচ হওয়ার আবেদন বাতিল করল ভারত

স্পোর্টস ডেস্ক    ২৫ জুলাই ২০২৫, ০২:৫১ পি.এম.
জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তবে তার আবেদনটি বাতিল করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) টেকনিক্যাল কমিটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জাভির প্রস্তাবিত আর্থিক শর্ত পূরণ করতে পারবে না বলে তাকে বিবেচনায় নেয়নি ফেডারেশন। যদিও আবেদনটি তিনি নিজেই পাঠিয়েছিলেন ব্যক্তিগত মেইল আইডি থেকে।

জাভির আবেদন প্রত্যাখ্যান করলেও ভারতের কোচ হিসেবে তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ফেডারেশন। তারা হলেন—খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচ।

খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার হয়ে জাভি জিতেছেন ৮টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এবং স্পেনের জাতীয় দলের হয়ে একটি বিশ্বকাপ (২০১০) ও দুটি ইউরো (২০০৮, ২০১২) শিরোপা। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং শুরু করেন আল-সাদে। এরপর ২০২১ সালে বার্সেলোনার কোচ হন, তবে ২০২৪-২৫ মৌসুম শেষে তাকে বরখাস্ত করে ক্লাব।

বর্তমানে বেকার অবস্থায় আছেন এই স্প্যানিশ কিংবদন্তি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোকের দিনে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
শোকের দিনে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
শক্তি পরীক্ষায় অনড় ভারত-পাকিস্তান, বিড়ম্বনায় বিসিবি!
শক্তি পরীক্ষায় অনড় ভারত-পাকিস্তান, বিড়ম্বনায় বিসিবি!
সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ