• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাক্ষীর সঙ্গে প্রথম ডেটেই হতাশ জহির!

বিনোদন ডেস্ক    ২৭ জুলাই ২০২৫, ১১:৫৯ এ.এম.
কোলাজ। ছবি : সংগৃহীত

সাত বছরের প্রেমের পর রাজকীয় বিয়েতে বাঁধা পড়েন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। সুখের সংসারে ভালোবাসার ঘাটতি না থাকলেও, এক আফসোস এখনো বয়ে বেড়াচ্ছেন জহির—প্রথম ডেটেই ভেস্তে গিয়েছিল তাঁর স্বপ্ন।

২০২৪ সালের ২৩ জুন গোপনে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহির ইকবাল। বিয়ের পর দাম্পত্য জীবন ভালোই চলছে তাদের। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে জহির জানান, প্রথম ডেটের অভিজ্ঞতা তাঁর কাছে ছিল হতাশাজনক।

জহির বলেন, সোনাক্ষী তাকে ডেকেছিলেন মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে। তিনি ভেবেছিলেন, এটা তাঁদের প্রথম রোমান্টিক ডেট হবে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, সোনাক্ষীর সঙ্গে আরও দুজন বন্ধু এসেছে। পরে জিজ্ঞেস করলে সোনাক্ষী বলেন, তিনি বন্ধুদের সঙ্গে এনেছিলেন জহিরকে ‘যাচাই’ করতে। এ ঘটনায় প্রথম ডেটটাই ‘বেকার’ হয়ে গিয়েছিল বলে আফসোস করেন জহির।

তবে এই ছোট হতাশা দমাতে পারেনি তাদের প্রেমকে। ধর্মীয় ও পারিবারিক বাধা অতিক্রম করে আজও সুখী এই দম্পতি। তাদের সম্পর্ক এখনও গভীর, যা স্পষ্ট হয় বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
শাফিনের চলে যাওয়ার এক বছর
শাফিনের চলে যাওয়ার এক বছর
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান