• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জয়ার ‘ডিয়ার মা’

বিনোদন ডেস্ক    ২৯ জুলাই ২০২৫, ০২:৩৭ পি.এম.
জয়া আহসান। ছবি : সংগৃহীত

ভারতে প্রশংসিত হওয়ার পর এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ ছবিটি আগামী ৮ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরের প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল ১৮ জুলাই। মুক্তির পর থেকেই এটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেক্ষাগৃহের তালিকা শেয়ার করে জয়া জানান, টালিগঞ্জের ইতিহাসে এটিই প্রথম ছবি যা এত বিস্তৃত পরিসরে উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে। ছবিতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল ও ধৃতিমান চট্টোপাধ্যায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’