ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়


দীর্ঘ ২১ বছর ধরে এই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে চাকরি করেছেন স্কুল শিক্ষক আজিবর রহমান। আজকে তার বিদায়ের পালা। তাকে বিদায় জানাতে স্কুল প্রাঙ্গনে চলছে নানা আয়োজন। কারো চোখে জল আবার কারো হাতে ফুল। ঘণ্টা বাজতেই শেষ হল ক্লাস। স্কুলমাঠে তখন অদ্ভুত এক ব্যস্ততা। শিক্ষার্থীদের কোলাহলের মধ্যে চোখে পড়ে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ার গাড়ি। গাড়িটি সাজানো হয়েছে সুন্দর করে। চারিদিকে উৎসুক মানুষের ভিড়।
একটু পরেই বেরিয়ে এলেন স্কুল শিক্ষক আজিবর রহমান। ঘোড়ার গাড়ির কাছে পৌঁছাতেই সহকর্মীরা তাকে ঘিরে ধরলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এভাবেই বিদায় জানানো হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে।
বিদায়ি শিক্ষক আজিবর রহমান ঘোড়ার গাড়িতে উঠে হাত নেড়ে বিদায় জানালেন। চারপাশে তখন কান্না আর করতালির অদ্ভুত মিশেল। গাড়িটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। পেছনে রয়ে যাচ্ছিল এক বুক স্মৃতি, ভালোবাসা আর শ্রদ্ধা।
বিদায়ি শিক্ষক আজিবর রহমান বলেন, ‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল হলে সবাই ক্ষমা করবেন।’
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। চাকরি জীবন শেষে এমন বিদায় সংবর্ধনা পাবেন সেটা কল্পনাও করতে পারেননি। এজন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে বিদ্যালয়টির হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
ভিওডি বাংলা/ এমপি
'জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো' স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে রাজা
জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন …

ক্লাস্টার ভিত্তিক তরমুজ চাষে কেন্দুয়ায় কৃষিতে সাফল্যের জোয়ার
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি পাতারিয়া গ্রামে প্রথমবারের …

ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেনীর এক …
