• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০৭:৫১ পি.এম.

রাজবাড়ীর পাংশায় "জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণ"-এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচটি শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময় শেষে গড়ায় টাইব্রেকারে, যেখানে পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র পাংশা উপজেলার মূখ্য সমন্বয়ক মো. হাসিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খান তপু প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ও টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। খেলাটি সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশের চঞ্চল টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপজেলা প্রশাসনের খেলোয়াড় বাঁধন। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পুরস্কার পান হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

জমজমাট এই ফাইনাল খেলাটি উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক দর্শক।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি