• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৫:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) আবারও ৯৮ বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা পর্যটন ভিসায় ঢাকা থেকে মালয়েশিয়া গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশিয়ার জাতীয় সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) জানায়, শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত KLIA টার্মিনাল-১-এ অভিযান চালিয়ে ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি পর্যাপ্ত ডকুমেন্ট না দেখাতে পারায় তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

সংস্থার বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে এসে পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের কঠোর তল্লাশি এড়াতে তারা এমন সময় এসেছেন। তাদের অনেকের কাছে রিটার্ন টিকিট ছিল না, হোটেল বুকিংয়ের প্রমাণ ছিল ভুয়া এবং পর্যাপ্ত অর্থও দেখাতে পারেননি।

একেপিএস আরও জানায়, এই ব্যক্তিরা পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও বসবাসের পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে ১২ ও ১৩ আগস্ট একই কারণে আরও ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় মালয়েশিয়া থেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার পথে লাল-সবুজের ত্রাণবহর
গাজার পথে লাল-সবুজের ত্রাণবহর
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত