• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেলিভারি বয়ের বেশে ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা

বিনোদন ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কথায় আছে, মুম্বাই গিয়ে শাহরুখ খানের ‘মান্নাত’ না দেখলে সফর অসম্পূর্ণ। কিং খানের ভক্তরা প্রতিদিন দূর থেকে বাড়িটির এক ঝলক দেখতে ভিড় করেন। তবে এবার এক তরুণ ভক্ত অভিনব কৌশলে সরাসরি মান্নাতে প্রবেশের চেষ্টা করেছেন-জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশে!

ঘটনার নায়ক শুভম প্রজাপত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তার ভিডিওতে দেখা যায়, মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর পরিকল্পনা করেন ডেলিভারি বয়ের মতো ভেতরে ঢোকার।

শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন-একটি নিজের জন্য, আরেকটি শাহরুখের জন্য। আসল ডেলিভারি বয় আসার পর তাকে রাজি করিয়ে ব্যাগটি নিজের কাছে নেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে মান্নাতের মূল ফটকের দিকে এগিয়ে যান।

তবে কড়া নিরাপত্তায় ভেতরে প্রবেশ সহজ হয়নি। মূল ফটকে অনুমতি না পেয়ে তিনি পিছনের দরজার দিকে যান। সেখানেও প্রহরী তাকে অর্ডারকারীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। ফোন করলেও কোনো সাড়া না মেলায় কৌশল ব্যর্থ হয়।

অভিজ্ঞ প্রহরী মজার ছলে বলেন, ‌‘শাহরুখ খান যদি সত্যিই ফোন করতেন, তবে কফি কোম্পানির লোকজন এসে তার সামনে নাচতে শুরু করত!’ শেষ পর্যন্ত পুরো বিষয়টি ভক্তের মজার কাণ্ড হিসেবেই ধরা পড়ে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যজীবন নিয়ে গুঞ্জন প্রসঙ্গে জাহিদ হাসান, আমরা ভালো আছি
দাম্পত্যজীবন নিয়ে গুঞ্জন প্রসঙ্গে জাহিদ হাসান, আমরা ভালো আছি
বুসান চলচ্চিত্র উৎসবে নতুন পুরস্কার ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’
বুসান চলচ্চিত্র উৎসবে নতুন পুরস্কার ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’
পোশাক নিয়ে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা
পোশাক নিয়ে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা