• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাম্পত্যজীবন নিয়ে গুঞ্জন প্রসঙ্গে জাহিদ হাসান, আমরা ভালো আছি

বিনোদন ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৪:৩০ পি.এম.
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও স্বনামধন্য মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ - ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও স্বনামধন্য মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ভালোবেসে বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

বিয়ের পর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ২৭ বছর। নানা প্রতিকূলতায়ও তারা একে অপরের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন। তবে সম্প্রতি ব্যস্ততার কারণে তাদের একসঙ্গে কোনো অনুষ্ঠান বা আয়োজনে দেখা যায় না।

সম্প্রতি এক পডকাস্টে দাম্পত্যজীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন জাহিদ হাসান। উত্তরে তিনি বলেন, ‘আমরা ভালো আছি। যদিও একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের কারণে সময় মেলে না। এমনকি আপন ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। এখনো যদি ক্লাবে যাই, আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই মৌ একাই অনুষ্ঠানে যায়। তবে সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।’

এই আলোচনায় নিজের সাবেক প্রেমিকার প্রসঙ্গও তোলেন তিনি। অভিনেতার ভাষায়, ‘আমার আগের সম্পর্কের কথা মৌ জানে। মাঝে মাঝে এ নিয়ে মজা করে। একদিন কয়েকটা পুরোনো চিঠি হাতে নিয়ে হেসে বলল-‘এগুলো যত্ন করে রাখো।’

মৌয়ের সঙ্গে সম্পর্কের আগে এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছিলেন জাহিদ হাসান। তারা একসঙ্গে বহু নাটকে কাজ করলেও সম্পর্ক ভাঙার পর আর কোনো কাজ করেননি। অনুষ্ঠানেও দেখা হলেও তারা কথা বলেন না।

সাবেক সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে অসম্মান হয়। সেটা চাই না। আমি একসময় তাকে ভালোবেসেছিলাম, আর আমার মতো সেও ভালো আছে-এটাই বড় কথা।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেলিভারি বয়ের বেশে ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা
ডেলিভারি বয়ের বেশে ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা
বুসান চলচ্চিত্র উৎসবে নতুন পুরস্কার ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’
বুসান চলচ্চিত্র উৎসবে নতুন পুরস্কার ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’
পোশাক নিয়ে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা
পোশাক নিয়ে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা