ক্যারিয়ারের চেয়ে এখন স্বাস্থ্যকে প্রাধান্য দিচ্ছেন সামান্থা


দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার ক্যারিয়ারের চেয়ে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। পনেরো বছরের অভিনয়জীবনে তিনি একনাগাড়ে কাজ করলেও এখন থেকে বেছে বেছে সিনেমা করতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, তিনি শুধু সেই প্রজেক্টেই কাজ করবেন, যেগুলো তার সত্যিকার অর্থেই পছন্দের হবে। পাশাপাশি ফিটনেস ও মানসিক স্বাস্থ্যের দিকেও সমান মনোযোগ দেবেন।
অভিনেত্রীর ভাষায়, “ক্যারিয়ারে এমন অনেক কাজ করেছি, যা করতে আমি প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমি শুধু সেই কাজগুলোই করবো, যেগুলো আমার স্বপ্নের প্রজেক্ট হবে। একইসাথে শরীরের কথাও শুনতে হবে। তাই কাজের চাপ কমিয়ে দিয়েছি।”
সামান্থা জানান, তিনি একসাথে পাঁচটির বেশি সিনেমার শুটিং করছেন না। কাজের পরিমাণ কমালেও প্রতিটি প্রজেক্টে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন।
বর্তমানে তিনি আদিত্য রায় কাপুরের বিপরীতে ‘রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবিতে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সামান্থা বর্তমানে নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন ও স্ট্রেংথ ট্রেনিং করছেন। নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনে তিনি মানসিক প্রশান্তি ও সুস্থ শরীর গড়ে তুলতে চাইছেন।
শুধু অভিনয় নয়, সামান্থা এখন সামাজিক কাজেও সক্রিয় হতে চান। বিশেষ করে নারীর স্বাস্থ্য, শিক্ষার সুযোগ এবং মানসিক সুস্থতা নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। এ কারণেই তিনি নিজের সময়কে আরও গুছিয়ে নিতে চান।
ভিওডি বাংলা/ আরিফ