• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবি নির্বাচন: সময় শেষ, ধোঁয়াশা বাড়ছে

স্পোর্টস ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী পরের সপ্তাহে নির্বাচন হওয়ার কথা থাকলেও, এখনো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চলছে।

এর অন্যতম কারণ সহসভাপতি মাহবুবুল আনামের হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা। দুই দশকের বেশি সময় ধরে বিসিবির ক্ষমতাকেন্দ্রে থাকা এই প্রভাবশালী পরিচালক কেন নির্বাচনে অংশ নিচ্ছেন না, তা নিয়ে চলছে নানা আলোচনা। সূত্র বলছে, সাম্প্রতিক কিছু গোপন তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজেকে সরিয়ে রাখতে চাইছেন।

এদিকে, অ্যাডহক কমিটি গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। যদিও বিসিবির গঠনতন্ত্রে এর কোনো বিধান নেই, তবুও প্রয়োজনে আইন অতিক্রম করে এটি করা হতে পারে। এমন হলে বর্তমান পরিচালনা পর্ষদের অনেক সদস্য নতুন কাঠামোতে থাকবেন না।

সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচনের পর নিজেকে সরিয়ে নেবেন বলে স্পষ্ট করেছেন। তিনি ভবিষ্যতে সভাপতি পদে আগ্রহী নন এবং ক্রিকেট উন্নয়নমূলক কর্মসূচি ও আন্তর্জাতিক পরামর্শক কাজে মন দিতে চান।

রাজনৈতিক প্রেক্ষাপটও এই অনিশ্চয়তাকে বাড়িয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কারণে বিসিবির ভোট প্রক্রিয়া তার আগে স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা উড়ানো যায় না।

সব মিলিয়ে, বিসিবির পরবর্তী নির্বাচনের রোডম্যাপ এখনো পরিষ্কার নয়। পরবর্তী সভাপতি কে হবেন-এ প্রশ্নও রয়ে গেছে অমীমাংসিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শচীনকন্যা সারা: ক্রিকেটে নন, আলাদা পথ
শচীনকন্যা সারা: ক্রিকেটে নন, আলাদা পথ
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের