ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের


অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার গুঞ্জন চলছে। গত বছরের ডিসেম্বরে সুনীতা বান্দ্রা পারিবারিক আদালতে গোবিন্দের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন। অভিযোগে রয়েছে ব্যাভিচার, প্রতারণা ও মানসিক নির্যাতনের উল্লেখ।
এই আলোচনার মধ্যেই মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে গোবিন্দকে। সাদা পোশাক ও সানগ্লাসে হাজির তিনি। সঙ্গে ছিলেন তার পুরো টিম। পাপারাজ্জিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানালেন, এমনকি চুম্বনও ছুড়ে দেন, এরপর বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। ভিডিওতে দেখা গেছে, তিনি মিডিয়াকে এড়িয়ে যাওয়ার তাড়া করছেন না; বরং ধীরেসুস্থেই ভেতরে চলে যান।
হাটারফ্লাই-এর খবরে বলা হয়েছে, সুনীতা প্রতিটি শুনানিতে আদালতে হাজির হয়েছেন, কিন্তু গোবিন্দ একবারও যাননি। এই কারণে ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
ভিওডি বাংলা/জা