• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ আমেরিকা নয়, পাকিস্তান হলো : স্বাধীন খসরু

বিনোদন ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ০৩:৩০ পি.এম.
জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু-ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। সাম্প্রতিক সময়ে নাটকে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে নানা বিষয়ে মতামত দিয়ে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন এ অভিনেতা।

সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে নিজের ভুল বুঝতে পেরে পরবর্তীতে প্রকাশ্যে ক্ষমাও চান খসরু।

রোববার (২৪ আগস্ট) ফের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন স্বাধীন খসরু। ভিডিওতে তিনি বলেন, “হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে, আদতে হলো পাকিস্তান। আফসোস! আফসোস!”

একই বক্তব্য ভিডিওর ক্যাপশনেও লিখে সেটি শেয়ার করার আহ্বান জানান তিনি।

তার এই বার্তায় ভক্ত-অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মন্তব্য করেছেন, “পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।” আবার কেউ লিখেছেন, “সঠিক বলছেন ভাই।” তবে অনেকেই কটাক্ষ করে মন্তব্য করেছেন, “বিদেশে বসে দেশপ্রেমিক সাজা যায় না, বাংলাদেশ যেভাবে আছে সেভাবেই চলবে।”

এর আগে নারী উপদেষ্টাকে নিয়ে মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। অনুরাগীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে গত শুক্রবার রাতে ‘অনুশোচনা’ শিরোনামে দেওয়া এক পোস্টে খসরু লেখেন-

“আমার ছোট একটি ভিডিও পোস্টকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। এখানে নারী-পুরুষ কোনো বিষয় নয়, আমি সমগ্র মানবজাতিকে সম্মান করি। কাউকে আঘাত করার ইচ্ছা ছিল না। সাম্প্রতিক কিছু ঘটনা থেকে জমে ওঠা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেটি। তবু যদি কেউ মনোকষ্টে ভোগেন, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। মানুষ ও মানবতার জয় হোক।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষার পথে এবার চলচ্চিত্র ছাড়ার চিন্তায় অনন্ত জলিল
বর্ষার পথে এবার চলচ্চিত্র ছাড়ার চিন্তায় অনন্ত জলিল
মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন
মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী : তিশা
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী : তিশা