বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে উত্তাল ভিকারুননিসা


ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে হিজাব পরতে বাধা দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করার পর আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্কুলটির বসুন্ধরা শাখার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বরখাস্ত শিক্ষক ফজিলাতুন নাহারকে পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ‘অপপ্রচারকারীদের’ শাস্তির দাবি জানাচ্ছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিশে বলা হয়, ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে এবং অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না।
ফজিলাতুন নাহার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন।
বুধবার (২৭ আগস্ট) তার পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১১.৩০টার দিকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের শিক্ষক হিজাব পরতে নিষেধ করেননি, বরং সঠিকভাবে হিজাব পরার পরামর্শ দিয়েছেন। প্যানেল শিক্ষার্থীরা শেষ পিরিয়ডে ক্লাসে গিয়ে কিছু শিক্ষার্থীকে বাইরে নিয়ে ড্রেসকোড বিষয়ক আলোচনা করেছেন।’
এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে। তিনি শুধু ড্রেসকোড মানতে বলেছেন।’
ফজিলাতুন নাহারও বলেন, ‘কোনো শিক্ষার্থীকে হিজাব বা ওড়না বিষয়ে নির্দেশ দেওয়া হয়নি। শুধু এক শিক্ষার্থী যিনি পরামর্শ চেয়েছিলেন, তাকেই কোড অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে।’
ভিওডি বাংলা/জা