• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি, চল্লিশে যে ভয় পিয়ার

বিনোদন ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০১:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মাস তিনেক আগে মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তানের আগমনে নতুন বাবা-মা স্বাভাবিকভাবেই খুব খুশি। এখনও ছেলের নাম প্রকাশ না হলেও মাঝে মাঝে তাকে প্রকাশ্যে আনেন তারা।

ছেলেকে কীভাবে মানুষ করবেন, তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। যদিও এখনও ছেলের নাম প্রকাশ করেননি। তবে মুখ না দেখালেও ছেলেকে মাঝে মধ্যে প্রকাশ্যে আনেন জুটি। 

গত ১৬ অগাস্ট ছিল পরম পত্নীর জন্মদিন। হৈ হুল্লোড় করে দারুণ একটা দিন কাটিয়েছেন নতুন ‘মাম্মা’। 

সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পিয়া। কাছের বন্ধু-বান্ধব নিয়ে বিশেষভাবে দিনটা কাটিয়েছেন। পুল পার্টিতে জলকেলিরর মাঝে, গ্লাস হাতে মনোকিনিতে পোজ দিতেও ভোলেননি পরম পত্নী। 

তারকারা সব সময় নিন্দুকদের নজরে থাকে। নিত্যদিনই কটাক্ষের মুখে পড়তে হয়। তার মধ্যে পরমব্রত-পিয়া তো ট্রোলারদের স্ক্যানারে থাকেন। তবে এসবে 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে, পজিটিভ থাকার চেষ্টা করেন তারা। সে প্রমাণ মিলল পিয়ার পোস্টে। 

পিয়া আগে থেকেই আন্দাজ করেছিলেন এই পোস্টের নিচেও নেতিবাচক মন্তব্য, কটূকথায় ভরতে পারে। এজন্যে নিন্দুকদের আগে থেকে মোক্ষম জবাব দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, চল্লিশ বছর বয়সে, একমাত্র জিনিস যা বিবর্ণ হয়ে যায় তা হলো, 'জাজ' হওয়ার ভয়।"

পার্টিতে উপস্থিত ছিলেন আদিত্য সেনগুপ্ত, অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়সহ তাদের ঘনিষ্ঠ বন্ধুদের দল। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পিয়া।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লম্বা দৈর্ঘ্যে আসছে ‘বাহুবলী থ্রি’
লম্বা দৈর্ঘ্যে আসছে ‘বাহুবলী থ্রি’
মিথিলার পিএইচডি অর্জন নিয়ে সৃজিতের অভিনন্দন
মিথিলার পিএইচডি অর্জন নিয়ে সৃজিতের অভিনন্দন
গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা
গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা