মাঠ মাতালো সিসিএস কমলনগর উপজেলা


সেচ্ছাসেবীদের আরও উদ্দীপ্ত ও ঐক্যবদ্ধ করতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (CCS), লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করেন।
উক্ত টুর্নামেন্টের ৩য় ম্যাচে গত ২৯ অগাস্ট শুক্রবার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মুখোমুখি হয় সিসিএস কমলনগর উপজেলা ও রামগতি উপজেলা।
খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কমলনগর উপজেলা ৬-০ গোলে রামগতি উপজেলাকে পরাজিত করে। উপস্থিত ছিলেন সিসিএস লক্ষীপুর জেলার কো-অর্ডিনেটর হাসান সহেল প্রমুখ।
আয়োজকরা জানান, তরুণ স্বেচ্ছাসেবীদের মানবসেবা, নৈতিকতা ও সামাজিক দায়িত্বশীলতার কাজে আরও উৎসাহিত করতে খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, তেমনি দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা বলেন, সামাজিক সেবার পাশাপাশি খেলাধুলা আমাদের একে অপরের সাথে আরও ঘনিষ্ঠ করছে। এর ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
ভিওডি বাংলা/ এমএইচ