• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে বড় ভাইয়ের হাত-পা ভেঙ্গে দিয়েছে ছোট ভাই

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পি.এম.
আব্দুর রহমান। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়েরা বেধরক মারপিট করে তার আপন বড় ভাইয়ের হাত-পা ভেঙ্গে দিয়েছেন। গুরত্বর আহত অবস্থায় বড় ভাই আব্দুর রহমান(৫৯) আড়াই মাস ধরে রংপুর প্রাইম কেয়ার হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে, গত ১৭জুন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কামারপাড়া এলাকায়।

এলাকাবাসী ও ভূক্তভোগী জানান, ওই ইউনিয়নের খিতাবখাঁ বটতলা গ্রামের আব্দুর ছাত্তার মন্ডলের বড় ছেলে আব্দুর রহমানের সঙ্গে তারই ছোট ভাই রফিকুল ইসলাম(৫৫), শফিকুল ইসলাম(৫২) ও রবিউল ইসলাম(৪০) এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাধ চলে আসছিল। গত ঈদে  কোরবানীর মাংস ফ্রিজে রাখা নিয়ে জা’দের মধ্যে ঝগড়া হওয়ায় বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই রবিউল ইসলামকে সামান্য মারপিট করে শাসন করে। এরই জের ধরে রবিউল ইসলামের সাথে অপর ভাইয়েরা যুক্ত হয়ে রবিউল ইসলামের শ্বশুড় বাড়ির লোকজনকে খবর দেয়। তিন ভাই ও শ্বশুড় বাড়ির লোকজন মিলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে গত ১৭জুন বড় ভাই আব্দুর রহমানকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা পার্শ¦বর্তী কামারপাড়া বাজারের পাশে আব্দুর রহমানকে ফাঁকা স্থানে পেয়ে আটক করে বেধরক মারপিট করে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ফুলা জখম এবং ডান হাত-পা ভেঙ্গে দেন। খবর পেয়ে এলাকাবাসী এবং হাটুরেরা ছুটে এসে আশংকাজনক অবস্থায় আব্দুর  রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার আরও অবনতি ঘটলে তাকে দ্রুত প্রাইম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পর পর তার ৩বার অপারেশন করার পর ডান হাত ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় অকেজো হয়ে রয়েছে। আড়াই মাস ধরে হাসপাতালের বিছানায় পড়ে রয়েছেন আব্দুর রহমান।

শনিবার (৩০আগষ্ট) এ বিষয়ে আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলেন -পূর্বের ঘটনায় আমি বড় ভাই হয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছি। তার প্রতিদানে তারা আমার হাত-পা ভেঙ্গে দিলো। আমি আর হয়তো কোন দিন কাজ করে খেতে পারবো না। ভাইদের কারণে আমি পঙ্গু হলাম।আল্লাহ্ বিচার করবেন।

রাজারহাট থানায় মামলার ব্যাপারে তিনি আরও বলেন, আগের ঘটনার পর আমাকে হাত-পা ভেঙ্গে মেরে ফেলার হুমকী দেয়ায় আমি থানায় জিডি করেছি। এখন নিজেই অচল। হাসপাতালের বেডে পড়ে রয়েছি। কোন অভিযোগ করতে পারেনি।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, বিষয়াট আমার জানা নেই। এছাড়া এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিব।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি পেলো ফেনীর ১৭৫ শিক্ষার্থী
এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি পেলো ফেনীর ১৭৫ শিক্ষার্থী
সিলেটে লুট করা আরো ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটে লুট করা আরো ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
পূর্বের সকল রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা
পূর্বের সকল রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা