রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সম্পর্ক ভাঙেন অক্ষয়


৯০-এর দশকে বলিউডে একসঙ্গে পর্দায় হাজির হয়ে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘টিপ টিপ বরসা পানি’সহ মোহরা, ম্যায় খিলাড়ি তু আনাড়ি এবং খিলাড়িয়ো কা খিলাড়ি ছবির রসায়ন দর্শকদের কাছে আজও স্মরণীয়।
অনস্ক্রিন ঘনিষ্ঠতার বাইরে বাস্তব জীবনেও একে অপরের কাছাকাছি চলে এসেছিলেন দু’জন। এমনকি গোপনে বাগদান পর্যন্ত সেরেছিলেন তারা। রাভিনার পরিবার ও অক্ষয়ের আত্মীয়রা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও শোনা যায়।
তবে নানা দ্বিধা ও বলিউডের ‘ইমেজ’-রাজনীতির কারণে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ১৯৯৮ সালে রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, “এটা শুধু একটা বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। আমরা কখনও বিয়ে করিনি।”
এক বছর পর রাভিনা জানান, অক্ষয় নারীদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে, বাগদানের খবর প্রকাশ্যে এলে তার ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত হবে-এই ভয়েই সম্পর্ক ভেঙে যায়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে উঠে আসে, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি।
শেষ পর্যন্ত ২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয় কুমার। তাদের দুই সন্তান-আরভ ও নিতারা। বর্তমানে তারা সুখী পরিবারে বসবাস করছেন।
অন্যদিকে, রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে সংসার গড়েছেন। তাদের দুই সন্তান-রনবীর বর্ধন ও রাশা। এছাড়া ১৯৯৫ সালে পূজা ও ছায়া নামের দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন তিনি।
ভিওডি বাংলা/জা