১০টির বেশি সিম নয়:
বাড়তি থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে


একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সুযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এই সীমা ছিল ১৫টি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১০টির বেশি নিবন্ধিত সিম ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এজন্য গ্রাহকদের *16001# ডায়াল করে নিজের নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয়টি ব্যাপক প্রচারের জন্য সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকাকে প্রচারণা চালাতে অনুরোধ করেছে কমিশন।
সূত্র মতে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিম রয়েছে ১৮ কোটি ৬২ লাখ। তবে প্রকৃত গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশ গ্রাহকের নামে ৬ থেকে ১০টি সিম এবং মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে ১১টির বেশি সিম নিবন্ধিত আছে।
ভিওডি বাংলা/জা