এই সুখে কারও যেন নজর না লাগে: পরীমণি


চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে নানা আলোচনায় থাকলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চতায় পৌঁছেছেন। অভিনেতা শরিফুল রাজকে প্রেম করে বিয়ে করেন তিনি। এরপর তাদের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
তবে সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমানে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো খুনসুটির মুহূর্ত শেয়ার করেন তিনি। সম্প্রতি ছেলে ও দত্তক মেয়েকে নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা।
ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন-“এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ এভাবে আমার ঘরে ফেরার অপেক্ষায় থাকেনি। গতকাল রাতে অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরতেই দরজা খুলে তারা দু’জন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। জীবনে আর কি লাগে! শুকরিয়া খোদা।”
তিনি আরও লিখেছেন-“আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর, পরিপূর্ণ আমার জীবন। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।”
ভিওডি বাংলা/জা