• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এসএ-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি তাইজুল

স্পোর্টস ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এ.এম.
বামহাতি স্পিনার তাইজুল ইসলাম- ছবি সংগৃহীত

বাংলাদেশের বামহাতি স্পিনার তাইজুল ইসলাম দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে খেলবেন। আসন্ন টুর্নামেন্টে ডারবান সুপার জায়ান্টস তাকে দলে ভিড়িয়েছে।

জোহানেসবার্গে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত নিলামে তাইজুলকে ৫ লাখ র‌্যান্ডে (প্রায় ৩৫ লাখ টাকা) দলে নেওয়া হয়। দলের ফেসবুক পেজে তাইজুলকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, “স্পিন দিয়ে ডারবানের মনে জায়গা করে নিয়েছেন তিনি।”

দক্ষিণ আফ্রিকার আয়োজনে এবারের এসএ-টোয়েন্টির চতুর্থ আসরে অংশ নেবে ছয়টি দল। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছর ২৩ জানুয়ারি এবং শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিক্সিং নিয়ে সতর্ক করলেন বুলবুল
ফিক্সিং নিয়ে সতর্ক করলেন বুলবুল
তামিম–বুলবুল প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট বিসিবি নির্বাচন
তামিম–বুলবুল প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট বিসিবি নির্বাচন
আগামীকাল শুরু হবে এশিয়া কাপের ১৭তম
আগামীকাল শুরু হবে এশিয়া কাপের ১৭তম