ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থান জানালেন ছেলে জাফর


দেশবরেণ্য লালন-সংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার বড় ছেলে সংগীতশিল্পী ইমাম জাফর নোমানি সামাজিক মাধ্যমে সর্বশেষ অবস্থা জানিয়েছে।
ইমাম জাফর লিখেছেন, “আম্মাকে গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা ঔষধ ও মেশিনের মাধ্যমে তার ফুসফুস ও ব্লাডপ্রেশার সচল রাখার চেষ্টা করছেন।” তিনি আরও জানিয়েছেন, “আম্মার এই সময়েও কিছু অ-মানুষ বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণার চেষ্টা করছে। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করছি, তার চিকিৎসার জন্য আর কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। সবাই আম্মার জন্য দোয়া করবেন।”
ফরিদা পারভীনের সংগীত জীবন শুরু হয় ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে। তিনি লালনগীতি গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেন। বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
ভিওডি বাংলা/জা