এবার নেতানিয়াহুকে নিয়ে ‘সন্দেহ’ ট্রাম্পের


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ এবং সন্দেহ করছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে জিম্মি মুক্তির আলোচনাকে ব্যাহত করছেন। মার্কিন কর্মকর্তারা হোয়াইট হাউসের হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে নেতানিয়াহুর একতরফা পদক্ষেপের কারণে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে বিরোধ সৃষ্টি করছে। তবে প্রশাসন এখনো নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না।
এই পরিস্থিতিতে হোয়াইট হাউস কাতারের সঙ্গে সম্পর্ক সুসংহত রাখতে তৎপর। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উপদেষ্টা উইটকফের সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইসরাইলের সাম্প্রতিক হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, “ইসরাইলের হামলা সব সীমা পেরিয়েছে। তারা জোর করে অঞ্চলকে নতুনভাবে সাজাচ্ছে। জিম্মিদের কোনো গুরুত্ব দিচ্ছে না।”
আমির আল-থানি পুনর্ব্যক্ত করেছেন যে, কাতার মধ্যস্থতা ও শান্তিপূর্ণ সমাধানের পাশে রয়েছে এবং বিশ্বের কাছে তাদের ভূমিকা স্বীকৃত। তবে তিনি কোনো নতুন পদক্ষেপের ইঙ্গিত দেননি।
ভিওডি বাংলা/জা