রিয়া মনিকে নিয়ে বগুড়ায় ফিরলেন হিরো আলম


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, বা হিরো আলম, তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে স্থায়ীভাবে গ্রামের বাড়ি বগুড়ায় বসবাস শুরু করেছেন। হিরো আলম বলেন, "গ্রামে সবকিছু ঠিক আছে। পরিবার নিয়ে বগুড়ায় এসেছি এবং এখানেই স্থায়ীভাবে থাকব। রিয়া মনি আমার পরিবার এবং সবার দায়িত্ব নিয়েছে। সুখ-দুঃখে একসাথে জীবন কাটাতে চাই।"
তিনি আরও জানান, বাবা মৃত্যুর পর পরিবারের দায়িত্ব বাড়ায়, দুইজন মা ও সন্তানদের দেখভাল করতে গেলে সঠিক সহায়ক প্রয়োজন। তাই তিনি বগুড়ায় ফিরে এসেছেন। "যদি প্রয়োজন হয়, ঢাকায় যাব, কিন্তু কাজ শেষে বগুড়ায় ফিরব," যোগ করেন হিরো আলম।
২০১৬ সালে বগুড়ার এরুলিয়া গ্রাম থেকে ঢাকায় এসে হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাস্যরসের’ কন্টেন্ট তৈরির মাধ্যমে সাফল্য অর্জন করেন। ফেসবুক ও ইউটিউবে আয়ের সময় তিনি দেশবাসীর জন্য পথপ্রদর্শক হন। পরে নিজের অর্থায়নে একটি সিনেমাও তৈরি করেন।
হিরো আলম সময়ে সময়ে রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই সংবাদ শিরোনামে এসেছে। সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে তার তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্ক এবং পূর্ববর্তী দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্নতার ঘটনা।
জানা গেছে, হিরো আলম ও রিয়া মনি প্রায় দুই বছর আগে একটি অনুষ্ঠানে পরিচিত হন। দ্রুত তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং বিয়েতে পরিণত হয়। বিয়ের পর শুরু হয় নানা জটিলতা; এক পর্যায়ে রিয়া মনির কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ায় আত্মহত্যার ঘোষণা দেন হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরবর্তীতে সম্পর্ক আবার স্থির হয় এবং দু’পক্ষের পরিবারের মধ্যে খুশির পরিবেশ ফিরে আসে।
ভিওডি বাংলা/জা